বোয়িং-৭৪৭ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

marquee-747 (1)বহরের নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করেই গত বছর লাভ করতে সমর্থ হয় রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চলতি বছর বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়লেও হজযাত্রী পরিবহনে একটি সুপরিসর বোয়িং উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে বিমান। আর উড়োজাহাজ সংগ্রহে চলতি মাসেই লিজ চুক্তি সম্পন্ন করবে বিমান।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এম. মোসাদ্দিক আহমেদ বলেন, হজ ফ্লাইট পরিচালনার জন্য নিয়মিত ফ্লাইট শিডিউলে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য ৪৫৪ আসনের একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ লিজ নেয়া হচ্ছে। এরই মধ্যে দরপত্র আহ্বান সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যে লিজ চুক্তি সম্পন্ন হবে। এ কারণে হজ ফ্লাইট চলাকালীন নিয়মিত ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনার প্রয়োজন পড়বে না।
জানা গেছে, গত বছর বিমান নিজস্ব বহরের উড়োজাহাজ দিয়েই ৫৫ হাজার হজযাত্রী পরিবহন করে। বহরের নিজস্ব বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এ হজযাত্রী পরিবহন করা হয়। এ নিয়ে কোনো রুটেই শিডিউল বা সার্ভিস ক্ষুণ্ন হয়নি; যে কারণে বিমান ২০০ কোটি টাকার বেশি মুনাফা করে শুধু হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে।
গত বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা কমেছে বেশ কয়েক হাজার। চলতি বছর প্রায় ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান। আর সৌদিয়া এয়ারলাইনস পরিবহন করবে ৫০ হাজার।
অন্যদিকে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যাও বেড়েছে; যোগ হয়েছে নতুন দুটো বোয়িং-৭৩৭ উড়োজাহাজ। তার পরও চলতি বছর হজযাত্রী পরিবহনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিমান একটি সুপরিসর উড়োজাহাজ লিজ নেয়ার জন্য ১৭ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে। ১৫ মার্চ দরপত্র খোলার পর দেখা যায়, এতে বিতর্কিত কাবো, কাবোর অঙ্গপ্রতিষ্ঠান ঈগল ও এভিকো নামের তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে কাবোর বীমার কাগজপত্র ঠিক না থাকায় তা বাতিল হয়ে যায়। বাকি দুটোর মধ্যে ঈগলের দর হচ্ছে ঘণ্টায় ৯ হাজার ২০০ ডলার ও এভিকোর ৯ হাজার ৯৮৫ ডলার। এ দুই প্রতিষ্ঠানের কাগজপত্র ঠিক থাকায় প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এখন এ দুটি এয়ারলাইনসের দরপ্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করছে পর্ষদের সাব-কমিটি।
প্রসঙ্গত, দরপত্রে উড়োজাহাজের লিজ আওয়ার কমপক্ষে সাড়ে ৭০০ ঘণ্টা উল্লেখ করা হলেও বাস্তবে হজের সময় তা ৮০০-৯০০ ঘণ্টায় দাঁড়ায়। ঘণ্টাপ্রতি সাড়ে ৯ হাজার ডলার হিসাবে মোট ব্যয় দাঁড়াবে ৭০ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.