মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম কারখানা করছে বোয়িং

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম সংযোজন কারখানা তৈরির ঘোষণা দিয়েছে বোয়িং।
অস্ট্রেলিয়ায় টুউওম্বায় নির্মাণ হতে যাওয়া কারখানাটিতে চূড়ান্ত পর্যায়ের সংযোজন কাজ করা হবে বলে জানিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।

সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদিও কারখানাটিতে বাণিজ্যিক জেট নয় বরং সংস্থাটির প্রাথমিক ব্যবসা সামরিক ড্রোন সংযোজন করা হবে।
তবে বোয়িংয়ের জন্য এটি যুক্তরাষ্ট্রের বাইরে আকর্ষণীয় একটি পদক্ষেপ। কয়েক বছর ধরে কঠিনতম রাজস্ব প্রবাহে সংস্থাটির প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা বিভাগটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।

২০১৮ সাল থেকে সংস্থাটির এই ইউনিট প্রতি বছর ২ হাজার ৬০০ কোটি ডলার আয় করেছে। যেখানে ৭৩৭ ম্যাক্স সংকট ও করোনা মহামারীতে বোয়িংয়ে বাণিজ্যিক উড়োজাহাজ খাতের আয় ৭২ শতাংশ কমে গেছে।
গত বছর এ প্রতিরক্ষা বিভাগের আয়ের প্রায় ৮৩ শতাংশই মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এসেছে।
এ বিভাগে উল্লেখযোগ্য বিদেশী গ্রাহকও রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.