নেপালে রানওয়ে থেকে ছিটকে গেল উড়োজাহাজ!

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে।
উড়োজাহাজটিতে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ জাতীয় বিমান পরিষেবা সংস্থা শ্রী এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের সময় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
এ নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র রেনজি শেরপা বলেন, ঘটনার পরপরই উড়োজাহাজে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.