নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে।
উড়োজাহাজটিতে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ জাতীয় বিমান পরিষেবা সংস্থা শ্রী এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের সময় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
এ নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র রেনজি শেরপা বলেন, ঘটনার পরপরই উড়োজাহাজে থাকা সবাইকে সরিয়ে নেওয়া হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও খবর