একাডেমী কাপ টি-২০ কোয়ার্টার ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী

স্পোর্টস ডেস্ক : শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে একাডেমী কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২১ এ সন্দ্বীপ ক্রিকেট একাডেমী কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

বুধবার প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্ধিতাপুর্ণ তৃতীয় খেলায় তারা শ্যামলী ক্রিকেট একাডেমীকে ২৬ রানে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠে।

টসে জিতে শ্যামলী ক্রিকেট টিম সন্দ্বীপ ক্রিকেট একাডেমীকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১১৪ রান করেন।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন যৌথভাবে মো: শোয়েব ও তুহিন।

১১৫ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮২ রানে ৯ উইকেট হাড়ায় শ্যামলী। শেষ জুটি দলকে কিছুটা বিপর্যয় থেকে রক্ষা করলেও ৮২ রানে অল আউট।

ব্যাট হাতে ২৯ রান ও ১ ইউকেট নিয়ে দ্বিতীয় বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হন সন্দ্বীপ ক্রিকেট একাডেমীর মো: শোয়েব।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত গ্র“প পর্বের বাকী খেলা শেষে কোয়ার্টার ফাইনালের ফিকচার তৈরী হবে।

সন্দ্বীপ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন, এনামুল হাসান ইমন, ইমাম হোসাইন, সাইদুল ইসলাম তুহিন, মো: চাঁদ, মো: শোয়েব, অধিনায়ক আরিফুল ইসলাম খালেদ, হান্নান, অভি, সাজ্জাদ, মেহেদী, নিরু, আরমান, রায়হান, মেহেদী হাসান, একে রানা।

৬ নম্বর ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমে অধিনায়ক আরিফুল ইসলাম খালেদ অপরাজিত ৮ রান করেন। এছাড়া দলের পক্ষে ইমাম ২১ রান, চাদ ৩ ইউকেট ও অভি ৩ উইকেট করে পায়।

শ্যামলী ক্রিকেট একাডেমীর হয়ে খেলেছেন, এসএম শফিউল ইসলাম, আবদুল্লাহ, এনামুল হক আশিক, বুলবুল আহমেদ, সাইফুল ইসলাম, ফুয়াদ সরকার, সায়েদ সরকার, সায়েদ ইমরান, একেএম হোসেন হাবিব, আরিফ আহমেদ, ফাহাদ হোসাইন, তারভীর আপন, শওকত আবরার।

একাডেমী কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে টুর্ণামেন্ট শুরু হয়েছে। এবছর এই টুর্ণামেন্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট মাঠ, প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামসহ ৩টি ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.