এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের জরুরি অবতরণ, বেঁচে গেল ১৪৪ জন যাত্রী

আকাশে উড়ার কিছুক্ষণ পরই বিমানে বড়সড় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল।
তার জেরে তড়িঘড়ি শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৭৫৩।
যে বিমানটি ভারতের আসামের শিলচর থেকে কলকাতায় যাচ্ছিল।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

বুধবার সকাল আটটা নাগাদ ১৪৪ জন যাত্রী নিয়ে বিমানটি ওড়ে।
বিমানের যাত্রাপথে পর্যবেক্ষণ চালানো ওয়েবসাইট Flight Radar24-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩১৯-১১২ বিমানটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই শিলচরের দিকে ফিরে আসতে শুরু করে।

শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরের কর্মকর্তা পিকে গড়াই জানিয়েছেন, আকাশে উড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানের পিছনের চাকার কাছে ত্রুটি ধরা পড়ে। হাইড্রোলিক ফুয়েল লিক হচ্ছিল।
সেই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নেননি পাইলট।
বিমানের মুখ ঘুরিয়ে শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
অবতরণের সময় বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়।
তারইমধ্যে আবার অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারেও ত্রুটি দেখা দেয়।

ঠিক কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা করছে বলে জানান কর্মকর্তারা।
ওই বিমানবন্দরে একটিমাত্র রানওয়ে থাকায় এই বিমানের কারণে রুদ্ধ হয়ে আছে অন্য বিমানগুলো।

উল্লেখ্য, শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দর আসলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়।
আংশিকভাবে ঘরোয়া বিমান পরিষেবার জন্যও ব্যবহৃত করা হয়ে থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.