দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, ‘আমরা চাই না আমাদের সুনাম নষ্ট হোক। এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে জিরো টলারেন্স।’
মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন অথোরিটির (সিএএ) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
কার্গো চলাচালে নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ব্রিটিশ প্রতিষ্ঠান রেড লাইন শুরুতেই লন্ডন ফ্লাইট নিয়ে কাজ শুরু করেছে। এখন আমাদের লোকজন সফলভাবে লন্ডন ফ্লাইট অপারেট করছে।’
‘অস্ট্রেলিয়া কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর মধ্যে হঠাৎ করে জার্মান কোনো ধরনের আলোচনা ছাড়াই কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছে। জার্মানের প্রতিনিধি দল শাহজালালের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছে। এরপরও এসব নিষেধাজ্ঞা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে’, বলেন মন্ত্রী।
রাশেদ খান মেনন বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ওসমানী ও শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শুধু বিদেশি যাত্রী নয়, দেশি যাত্রীদের জীবনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এ জন্য অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’
গুলশান ও শোলাকিয়ার হামলা নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খান মেনন।
তিনি বলেন, ‘এসব ঘটনায় আমরা ব্যাকফুটে আছি। বর্তমান পরিস্থিতি জাতীয় জীবনে বড় ধরনের দুর্যোগ। আমাদেরকে আশপাশের খোঁজখবর রাখতে হবে। সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে।’