‘বিমান ভাড়া কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে’

উড়োজাহাজের ভাড়া কমানোর বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
গতকাল শুক্রবার গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের লাহুরি গ্রামে আয়োজিত পৌষ মেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাসের কথা শোনান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে বাংলাদেশ থেকে শ্রমজীবী মানুষেরা যাতায়াত করেন তাদের পক্ষে এই বিশাল অঙ্কের বিমান ভাড়া বহন করা খুবই পীড়াদায়ক।
এ বিষয়ে সরকারও খুবই সংবেদনশীল।
সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কয়েকবার বৈঠক করেছি।
ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যানকে দিয়ে অন্যান্য এয়ারলাইন্স কোম্পানিকে বলা হচ্ছে।
আর বাংলাদেশ বিমানের ক্ষেত্রেও কোনো প্রক্রিয়ায় ভাড়া সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে।

কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনার বিষয়ে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এটি একটি অনাকাক্সিক্ষত, দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাজার বছরের লোকসংস্কৃতিকে মনে করিয়ে দিতে উপজেলার তরগাঁও ইউনিয়নের লাহুরি গ্রামে আফজালুন্নেছা সিকদার সামাজিক স্বাস্থ্যকেন্দ্র মাঠে দুই দিনব্যাপী পৌষ মেলা ও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ডা. মো. শহীদুল্লাহ সিকদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.