সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর উল্লেখ করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ধর্ম মন্ত্রণালয় হজ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত সরকারি ব্যবস্থাপনায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলার হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারই প্রথমবারের মত হজ কার্যক্রমে প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়া হজ ব্যবস্থাপনা ও হাজিদের সেবা প্রদানের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজযাত্রীরা হজ পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ বলেন, হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে হজ পালন করতে হবে এবং হজের দিকনির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় অন্যান্যের মধ্যে এ কে এম এ আউয়াল এমপিসহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।