বিদেশি পর্যটকদের জন্য ফি আরোপের পরিকল্পনা করছে থাইল্যান্ড।
প্রতি পর্যটক থেকে ৯ ডলার করে নেবে সরকার।
দুর্ঘটনা বিমার অর্থ দিতে না পারা বিদেশি পর্যটক এবং পর্যটন খাতের উন্নয়নে আগামী এপ্রিল থেকে পর্যটকদের কাছ থেকে আলাদা করে অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পর্যটন বিভাগ।
বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা।
তবে কীভাবে এই অর্থ সংগ্রহ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
মারা গেলে বিদেশি পর্যটকদের ১০ লাখ বাথ এবং দুর্ঘটনায় পড়লে ৫ লাখ বাথ (থাই মুদ্রা) দেওয়া হবে।
সরকার আশা করছে, পর্যটন খাত থেকে সরকার চলতি বছরে এক দশমিক ৮ ট্রিলিয়ন বাথ সংগ্রহ করবে।
আর বিদেশি পর্যটকদের কাছ থেকে ফি বাবদ আদায় হবে আট বিলিয়ন বাথ।