শক্তিশালী পাসপোর্ট তালিকায় পাঁচে পর্তুগাল

২০২২ সালে পঞ্চম স্থানের মর্যাদা পেয়েছে পর্তুগিজ পাসপোর্ট।
যৌথভাবে রয়েছে আয়ারল্যান্ডের পাসপোর্টও।
তালিকায় বাংলাদেশের স্থান ১০৩ এ।
প্রতি বছরের শুরুতে ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স’ এই র‍্যাংঙ্কিং প্রকাশ করে।

 

পর্তুগিজ পাসপোর্টধারীরা এই র‍্যাংকিং থাকাকালীন ১৮৭টি দেশে ভিসা ফ্রি/ফ্রি ট্রানজিটে ভ্রমণ করতে পারবেন।
বিশ্বের এই পাসপোর্ট সূচকের প্রকাশনা অনুযায়ী র‍্যাংকিংয়ে থাকা সর্বমোট ১৩টি দেশের পাসপোর্টকে ফ্রি ভিসা/ফ্রি ট্রানজিটের জন্য অগ্রাধিকার দেওয়া হয়।

১৯২টি দেশের ফ্রি ট্রানজিট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে যৌথভাবে অবস্থান করছে জাপান এবং সিঙ্গাপুর।
দ্বিতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ জার্মানি এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশের ফ্রি ট্রানজিট)।

ধারাবাহিকভাবে ফিনল্যান্ড-ইতালি-লুক্সেমবার্গ ও স্পেনের অবস্থান ৩য় স্থানে। দেশগুলোর ফ্রি ট্রানজিট অগ্রাধিকার সর্বমোট ১৮৯টি দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.