বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে ভিসা এন্ট্রি-এক্সিট শর্ত থাকছে না। আকাশ বা সীমান্ত পথে প্রবেশ করে আবার যেকোনো পথেই ফেরৎ আসা যাবে।
দিল্লি সফর শেষে দেশে ফিরে রোববার (৩১ জুলাই) তার নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতের সঙ্গে ভিসা এন্ট্রি-এক্সিটের বর্তমান ব্যবস্থায় আমাদের জনগণের ভোগান্তি হচ্ছে। তাই আমরা তাদের এন্ট্রি-এক্সিটে বাধ্যবাধকতা তুলে নিতে প্রস্তাব দিয়েছিলাম। ভারত সরকার আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন। শিগগিরি এটি কার্যকর হবে।
বহাল নিয়মে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন পথে প্রবেশ করবে তা ভিসা আবেদনে উল্লেখ করতে হয়। আর শর্ত অনুযায়ী, যে পথে প্রবেশ করবে, সেই পথেই ফেরৎ আসার বাধ্যবাধকতা রয়েছে।