শাহজালালে ২২২ কার্টন বিদেশি সিগারেট জব্দ

cigratteBG20160802163341 (1)হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (০২ আগস্ট) সকালে KU283 ফ্লাইটে কুয়েত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২২২ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কাশেম নামে এক যাত্রীর ব্যাগের মধ্যে এসব বিদেশি সিগারেট ছিলো।

জব্দকৃত সিগারেটের মধ্যে ১০২ কার্টন ইজি গোল্ড, ২৯ কার্টন ইজি লাইট, ৫০ কার্টন ডানহিল এবং ৪০ কার্টন বেনসন ব্রান্ডের সিগারেট রয়েছে।

যাত্রী কাশেমের বাড়ি চট্টগ্রাম তার পাসপোর্ট নং-AG5450316। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ড. মইনুল খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.