দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুর্ঘটনার কারণে দুবাইয়ে ফ্লাই দুবাইয়ের সব ফ্লাইট প্রাথমিকভাবে রাত ১২টা পর্যন্ত (বাংলাদেশ সময়, স্থানীয় সময় রাত ১০টা) বাতিল করা হয়েছে।
বুধবার (০৩ আগস্ট) ফ্লাই দুবাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
যাত্রীদের তাদের ট্রাভেল এজেন্ট বা (+971) 600 54 44 45, অথবা ফ্লাই দুবাইয়ের যোগাযোগ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
বুধবার (০৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। এরপর ফ্লাইটে আগুন ধরে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে।
তবে দ্রুতই যাত্রীদের বের করে আনায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।