যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ড. এ কে আবদুল মোমেনের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে হস্তান্তরসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ব্লিঙ্কেন বলেছেন ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে’ ওয়াশিংটন ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে ইচ্ছুক।