বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) ম্যাচে পাতানো খেলার ঘটনা ঘটেছে।
সেই কারণে বাফুফে থেকে পাঁচ ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিসিএলে স্পট ফিক্সিংয়ের পাশাপাশি ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনাও ঘটেছে। বেশ কয়েকটি ক্লাবের বিরুদ্ধেই উঠেছে এমন অভিযোগ।
এরমধ্যে পাঁচটি ক্লাবকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এরমধ্যে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে গত ২৪ মার্চ চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর চেয়েছে।
২৭ মার্চ চিঠি দিয়েছে কারওয়ান বাজার প্রগতি সংগকে।
সর্বশেষ ২ এপ্রিল উত্তরা আজমপুর ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দিতে বলা হয়েছে।
ইতোমধ্যে ক্লাবগুলো থেকে ফিরতি চিঠিতে তাদের পক্ষে উত্তর জানানো হয়েছে। আজ বিকাল ৩টায় এই পাঁচ ক্লাব নিয়ে সভায় বসছে পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটি।