ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার আঁচ বাইশগজেও ছড়িয়ে পড়ে। ক্রিকেটের মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই অন্যরকম এক যুদ্ধ।
যেন চারদিকে সাজ সাজ রব।
দুই প্রতিবেশী দেশের ম্যাচে পুরো ক্রিকেট-বিশ্ব যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। যদিও বিশ্বকাপের ম্যাচ ছাড়া দুই প্রতিবেশীর লড়াই দেখার সুযোগ মেলে না।
সবশেষ ২০১২ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান দল।
এরপর থেকে দ্বিপাক্ষিক লড়াইয়ে মুখোমুখি হয়নি দুই দল।
পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের বরাতে উঠে এসেছে দশ বছর আগের সেই সফরের নতুন এক তথ্য। জানা গেছে, সেই সফরে বিতর্ক কিংবা নেতিবাচক যে কোনো ঘটনা এড়াতে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীকেও ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সেই সফরের সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন জাকা আশরাফ। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সফর সম্পর্কে জাকা আশরাফ বলেন, আমার দায়িত্বকালে পাকিস্তান দল যখন ভারত সফর করল, আমি বলেছিলাম সবার স্ত্রীকেও সঙ্গে নিতে।
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা বিতর্ক সৃষ্টি না হয়। কারণ ভারতের মিডিয়া সব সময় আমাদের পেছনে লেগে থাকে।