ঐশ্বরিয়া রণবীরের ‘চুমু’র দৃশ্যঃ নাখোশ অমিতাভ?

Ashনতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রানবির কাপুর-এর সঙ্গে উত্তেজনাকর চুমুর দৃশ্যে অভিনয় করায় পূত্রবধু ঐশ্বরিয়া রাই-এর উপর ক্ষেপেছেন অমিতাভ বচ্চন।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বিখ্যাত বলিউড নির্মাতা কারান জোহার-এর এই সিনেমার কিছু দৃশ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বচ্চন পরিবার।

শুধুই ক্ষেপেই ক্ষান্ত হননি ভারতের ‘পদ্ম বিভূষন’ খেতাবে ভূষিত ৭৩ বছর বয়সী এই অভিনেতা। সিনেমা থেকে এই জুটির সবগুলো উত্তেজনাকর দৃশ্য কেটে ফেলার কথাও কারানকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

কিন্তু সিনেমা সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। বচ্চন পরিবারের কর্তার এমন নারাজ হওয়ার কথা বারবার অস্বীকার করছেন তারা। তাদের মতে ঐশ্বরিয়ার কাজ নিয়ে কোন মাথাব্যাথা নেই বচ্চন পরিবারের।

যদিও ইতিহাস বলে ভিন্ন কথা। পরিবারের মেয়েদের পেশাদারী পছন্দ-অপছন্দে বচ্চন পরিবারের হস্তক্ষেপ করার কথা সর্বজনবিদিত।

গৃহকর্তী জয়া বচ্চনের কথাই ধরা যাক। বিয়ের পরপরই নিজের বর্ণিল বলিউড ক্যারিয়ারকে বিদায় জানিয়ে লেগে গেলেন বাচ্চাদের দেখভাল আর লালন পালনের কাজে। সেই ১৯৮১ সালের ‘সিলসিলা’র পর রুপালি পর্দায় তার প্রত্যাবর্তন প্রায় ১৭ বছর পর ১৯৯৮ সালের বহুল প্রশংসিত ‘হাজার চৌরাসি কি মা’ এর মাধ্যমে। ততোদিনে তার সোনালী দিনগুলো শুধুই অতীত। ২০০০ সাল থেকে তাই পার্শ্ব চরিত্রে অভিনয়ে মনোনিবেশ করেন এক সময়ের এই ‘গ্ল্যামার গার্ল’।

এমনকী, ‘ধুম টু’তে হৃত্বিক রোশানের সঙ্গে চুমুর দৃশ্য নিয়েও আপত্তি উঠেছিল বচ্চন পরিবার থেকে। শোনা যায়, হলে বসে সিনেমাটি উপভোগ করার সময় এই একটি দৃশ্যে চোখ কপালে ওঠে জয়া বচ্চনের। পুত্রবধূকে এমন দৃশ্যে সহ্য করতে না পেরে হল থেকে বেরিয়ে যান তিনি।

যতো যাই হোক, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ রানবির আর ঐশ্বরিয়া জুটির রসায়ন যে মাত করবে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই ভক্ত দর্শকদের। ৩৩ বছর বয়সী রণবীর এই প্রথম সিনেমায় তার চেয়ে বয়সে বড় কারো সাথে ‘রোম্যান্স’ করতে যাচ্ছেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে অক্টোবরের ২৮ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটির।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.