‘ভারত থেকে গম আমদানিতে বাধা নেই’

ভারত গম রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশের বড় বড় আমদানিকারকরা চাইলে ১০০ ভাগ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ভারতের গম রপ্তানি বন্ধ বাংলাদেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

জিটিজি পদ্ধতিতে আনা যাবে। দেশে গমের ‘এনাফ’ (যথেষ্ট) মজুদ আছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির ২য় সভা শেষে তিনি এ কথা বলেন।

গম নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েকদিন ধরে একটা কথা বাজারে বাতাসে উড়ছে যে, ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছে।
এজন্য বাজারে গমের দামে প্রভাব পড়তে শুরু করেছে।
কিন্তু কথাটি একেবারেই ঠিক নয় আমাদের জন্য।
ভারত রপ্তানি বন্ধ করেছে অনান্য দেশের।
আমি হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনিও একটা প্রেস কনফারেন্স দিয়েছেন যে, জিটুজি বন্ধ করা হয়নি, সরকার লেভেলে যত খুশি আনা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.