বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের ভিসার জন্য তিন শতাধিক হজ এজেন্সিকে ৬৩ হাজার বারকোড প্রদান করেছে সৌদি সরকার। বারকোডসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে গতকাল (শনিবার) পর্যন্ত বাংলাদেশ সৌদি দূতাবাস ২৫ হাজার ৫০০ ভিসা ইস্যু করেছে। শনিবার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৮১১ জন সৌদি আরব পৌঁছেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ইব্রাহিম বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮৩টি এজেন্সির মাধ্যমে ৯১ হাজার ৭৫৮ জন সৌদি আরব যাবেন। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত ১০ হাজার জনের নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় অবশিষ্ট ৪ হাজার ৮০০ হজযাত্রীও সরকারিভাবে যাবেন।
তিনি বলেন, ইতোমধ্যেই ৩০১টি এজেন্সি হজের সকল প্রকার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন (বিমান, আবাসন, যাতায়াতসহ অন্যান্য) শেষে ভিসার জন্য ৬৩ হাজার বারকোড নিয়ে দেশে ফিরেছেন। আরো অর্ধশতেরও বেশি এজেন্সি বারকোড পেতে কাগজপত্র জমা দিয়েছেন।
ইব্রাহিম বাহার আরো বলেন, সৌদি সরকারের দেয়া ৪ হাজার ৮০০ সরকারি হাজি বেসরকারি হজে পাঠানোর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় সিংহভাগ এজেন্সি এ সুবিধা নিতে পারবেন না। কারণ ইতোমধ্যেই সাড়ে তিন শতাধিক এজেন্সি সকল কার্যক্রম গুটিয়ে নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার ই- হজ পদ্ধতিতে প্রাক নিবন্ধন ও নিবন্ধনসহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভিসা পেতে বিলম্ব হচ্ছে না। বাংলাদেশের সৌদি দূতাবাস হজ ভিসা প্রদান দ্রুত করতে সাপ্তাহিক ছুটির দিনও অফিস খোলা রাখছেন।