উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় দিনে বোলিং করেননি মোস্তাফিজুর রহমান।
এদিন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে তালিম নিয়েছেন ডিউক বলের।
সেটাই হয়তো কাজে দিয়েছে হাতেনাতে।
দীর্ঘ ১৬ মাস টেস্ট না খেলা মোস্তাফিজ আজ তৃতীয় দিনে ফিরেছেন বোলিংয়ে।
ফিরেই দেখালেন চমক। রিতীমতো উইন্ডিজ একাদশে ধস নামান এই বাঁহাতি পেসার।
এখন পর্যন্ত মাত্র ছয় ওভার বোলিং করে তুলে নিয়েছেন ৩ উইকেট। ৯২ রান করা ওপেনার সলোজানোকে ফেরানোর পর একই ওভারের তৃতীয় বলে ফেরান লুইসকে (০)। এরপর অধিনায়ক কারিয়াহকে বিদায় করেন ৫৬ রানে।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১০-৭ (ডি) রানের জবাবে ব্যাট করতে নেমে গতকাল ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। পেসার রেজাউর রহমান ১ উইকেট নিলেও এদিন এবাদত হোসেন নেন ৩টি।
আজ শেষ দিনে মোস্তাফিজ ছাড়া উইকেট নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৮ উইকেটে ৩৫৯ রানে ইনিংস ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ।।