ভিসার মেয়াদ দেখে বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার পরামর্শ

Sangsadঢাকা: সাম্প্রতিক জঙ্গি হামলা ও মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ৪৪ নেপালি নাগরিক আটকের পর বিদেশি নাগরিকদের বিষয়ে নজরদারি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বিদেশি নাগরিকদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের পাসপোর্ট ও ভিসার মেয়াদ দেখার পরামর্শ দিয়েছে কমিটি।

সোমবার (০৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, বি এ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এবং সানজিদা খানম অংশ নেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিদেশিদের আসা-যাওয়া এবং বাংলাদেশে অবস্থানকালীন সময়ে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি করারও সুপারিশ করে কমিটি।

বৈঠকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের বেসরকারি বিল ‘বিদেশি নিবন্ধন বিল- ২০১৬’ সম্পর্কে আলোচনার সময় এসব সুপারিশ করে কমিটি। তবে বিলটি সংসদে তোলার অনুমতি দেওয়া হয়নি।

গত বছরের ১৮ নভেম্বর সংসদে উত্থাপন করা বিলটিতে বিদেশিদের বাংলাদেশে আসা ও যাওয়ার তথ্য সংরক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘বিদেশি নিবন্ধন সেল’ গঠনের প্রস্তাব করা হয়। একইসঙ্গে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশিদের ভিসা ফরমের সঙ্গে নিবন্ধন ফরম পূরণের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, কমিটি বিলটি সংসদে না তোলার সুপারিশ করেছে। তবে বিলের মূল বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি মনিটরিং করার সুপারিশ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.