গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সালিনাবক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিনগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অবু বকর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরা যাচ্ছিলে। পথে ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে দু’জন গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এসআরএস