দুবাইগামী ইন্ডিগো বিমানে বোমা বিস্ফোরণের হুমকি

দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি।

শনিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমানটি ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল।

কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। বেনামি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি দেওয়া হয়।

অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি দাবি করেন, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি।
এ খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়। এর পর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান। তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাননি।

কর্তৃপক্ষ ফোনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।
খবর খালিজ টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.