ছাড়পত্র পেলেন বিমান বাহিনী থেকে সুমন রেজা

দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে বিমান বাহিনীর সৈনিক পদ ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সুমন রেজা। তবে সেখানে চাকরি ছাড়লেও তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। বরং বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।

সুমন রেজাকে জাতীয় দলের ক্যাম্পে পেতে শুরুতে বাফুফে থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আন্তঃবাহিনী খেলা থাকায় ছাড়পত্র মেলেনি। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্ট্রাইকার সুমন রেজাকে জাতীয় দলের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে। প্রথমটি কম্বোডিয়া ও পরেরটি নেপালের বিপক্ষে। দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে। সেই লক্ষ্যে পুলিশ এফসির মাঠে জাতীয় দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরার অধীনে ২৭ জন খেলোয়াড় অনুশীলনে আছেন। এর মধ্যে সুমন অন্যতম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.