বিমানবন্দরে যাত্রীদের বিভিন্ন কারণে হয়রানির কথা স্বীকার করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘আগামী ২০২৩ সালের অক্টোবর মাসে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শেষ হবে। তখন মানুষের হয়রানি কমবে।’
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যান্য মন্ত্রনালয়ের মতো বিমান মন্ত্রণালয় পুরোপুরি সরকারের টাকায় চলে না। নিজেদের লাভ দিয়ে চলতে হয় এই মন্ত্রণালয়কে। করোনার মধ্যে ১ হাজার কোটি প্রধানমন্ত্রীর কাছ থেকে ঋণ নিয়েছিল বিমান। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৮ কোটি টাকা খরচ হয়েছে।’
বিমান এখনও পর্যন্ত মানুষকে কাঙিক্ষত সেবা দিতে পারছে না স্বীকার করে মাহবুব আলী বলেন, ‘এটা একটা সীমাবদ্ধতা বিমান মন্ত্রণালয়ের। এখনও বিমানবন্দরে মানুষকে নানা কারণে হয়রানি হতে হয়। কারণ লোকবলের তুলনায় বিমানবন্দরে যাত্রী বেশি থাকেন।’ তবে মানুষের হয়রানি কমাতে সরকারের চেষ্টার কমতি নেই বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।