প্রেম, যৌনতা এবং বিচ্ছেদ নিয়ে বললেন কাল্কি

Hot-Kalki-Koechlin1471052642বলিউড অভিনেত্রী কাল্কি কোচলিন। নিজের বিষয়ে সবসময় খোলামেলা কথা বলতেই পছন্দ করেন তিনি।

সম্প্রতি এলে ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন- সচারাচর অভিনয়শিল্পীরা যে বিষয়ে মুখ খুলতে চান না। নিজের প্রেম, যৌন জীবন এবং বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ নিয়ে কাল্কি কোচলিন বলেন, ‘আমি যখন অনুরাগকে (অনুরাগ কাশ্যব তার প্রাক্তন স্বামী) ছেড়ে যায় সে সময়টা অনেক কঠিন ছিল। আমি বোর্ডিং স্কুলে বড় হয়েছি, বাড়িতেও পরিবারের সকলের সঙ্গে থাকতাম, সুতরাং আমি কখনই একা থাকিনি। আমি এই বিষয়টি আমার শিখতে হয়েছে।’

এদিকে অনুরাগ কাশ্যবের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজনের সঙ্গে কাল্কির প্রেমের গুঞ্জন শোনা যায়। যার মধ্যে রয়েছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার। আধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিচ্ছেদের পর শোনা যাচ্ছিল কাল্কির সঙ্গে প্রেম করছেন ফারহান। তারপর অভিনেতা জিম সারভের সঙ্গেও কাল্কির নাম জড়ায়। এখানেই শেষ নয় ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ সিনেমায় কাল্কির সহ-অভিনেত্রী সায়নী গুপ্তার সঙ্গেও তার প্রেমের গুঞ্জন ওঠে।

এ সম্পর্কে এ অভিনেত্রী বলেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটি বিষয় আমি শিখেছি তা হলো- যখন বিষয়টি মিডিয়ার ক্ষেত্রে হবে তখন আমার ব্যক্তিগত বিষয়গুলোকে পুরোপুরি গোপন রাখতে হবে। এর আগে এ বিষয়ে আমি খোলাখুলিভাবে কথা বলতাম, কিন্তু তার মানে এই নয় আমার জীবন জনগণের সম্পত্তি।’

নিজের যৌন জীবন সম্পর্কে বলতে গিয়ে কাল্কি বলেন, ‘আমার জীবনে যৌনতার বিষয়টি ভালোভাবে এসেছে ত্রিশ বছর বয়সে। এই সময়টাতে আমি আমার জীবনকে কম বাধা দিয়েছি। বিশ বছর বয়সে মনে হবে মানুষ আপনার বিষয়গুলোকে কীভাবে দেখবে। আমি আমার বিছানায় এখন খুবই স্বার্থপর। এখন আমার সঙ্গী নির্বাচনে খুব সতর্ক। আমার সহ্যক্ষমতা এখন অনেক কম। কারো আমাকে ভালো লাগে তাই বলে আমাকেও তাকে ভালো লাগতে হবে তা নয়।’

৩২ বছর বয়সি এ অভিনেত্রী অলসভাবে সময় কাটাতে একদম পছন্দ করেন না। বর্তমানে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত তিনি। তার মধ্যে রয়েছে অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা পরিচালিত প্রথম সিনেমা অ্যা ডেথ ইন দ্য গুঞ্জ এবং সোনি রাজদানের লাভ অ্যাফেয়ার্স শিরোনামের দুটি সিনেমা। এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিলের জন্য ওফেলিয়া শিরোনামের একটি প্রবন্ধ লিখছেন। এছাড়া তার হাতে রয়েছে কয়েকটি প্রজেক্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.