যে ৭টি লক্ষণে বুঝবেন সঙ্গীর কাছে আপনার চাওয়া মাত্রাতিরিক্ত

sangiসঙ্গীর কাছে আপনার অনেক চাওয়া-পাওয়া আছে। কিন্তু কখনো কি ভেবেছেন যে আপনি অতিরিক্ত আশা করেন কিনা? এমনও হতে পারে। আপনার আশাবাদ যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে সেখানে অযথাই সমস্যা চলে আসতে পারে। এখানে জেনে নিন ৭টি লক্ষণের কথা। এর মাধ্যমে বুঝতে পারবেন আপনি প্রেমিকের কাছে থেকে অতিরিক্ত আশা করছেন।
১. তাকে সঠিক মানুষ বলে মনে হয় না : এমন কি প্রায়ই মনে হয় যে, সঙ্গী আপনার জন্যে সঠিক মানুষ নন? একটু ভেবে দেখুন, তার যা যা করা প্রয়োজন তাই আপনার জন্যে করছেন। কিন্তু তারপরও সম্পর্কে কোনো অভাব বোধ করছেন। এর মানে হয়তো, আপনি এমন কিছু চান যা আপনি নিজেও জানেন না। এটি অতিরিক্ত আশাবাদের নামান্তর।
২. সঙ্গীর ভুলটাই শুধু চোখে পড়ে : সবারই ভুল আছে। কিন্তু তার ভুলগুলোই আপনি বেশি দেখেন। তার ভালো বিষয়গুলো আপনার চোখে পড়ে ঠিকই। কিন্তু তার ছোটখাটো ভুল বেশি বেশি চোখে পড়ে। এ ক্ষেত্রে আপনি তার কাছ থেকে অতিরিক্ত আশা করছেন।
৩. সঙ্গীর বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী আপনি : মেয়েরা সবসময় প্রেমিকের কাছ থেকে বেশি মনোযোগ আশা করেন। তাকে সবসময় রোমান্টিক দেখতে চান। তার সঙ্গে থেকে সবসময় হাসতে চান। কিন্তু তারও জীবন আছে। তারও দুঃখ-যন্ত্রণা থাকতে পারে। এগুলো আপনার বিবেচনায় থাকতে হবে। তার জীবনে খারাপ সময় আসতে পারে। এমন না বুঝলে আপনি প্রেমিকার বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী।
৪. প্রেমিক আপনার মনটাকে পড়তে পারবেন : কেউ-ই কারো মনের কথা পড়তে পারেন না। তবে একে অপরকে বুঝতে পারেন। মনের গোপন কোনো ইচ্ছা বা চাওয়া যদি কোনো নিশানা দিয়ে না বোঝান এবং আশা করেন যে প্রেমিকা তা বুঝতে পারবে, তবে ভুল করছেন। এ ক্ষেত্রে আপনাকে মন খুলে কথা বলতে হবে। মনের কথা পড়তে পারবে বলে যদি ধরে নেন, তবে এটা আপনার সমস্যা।
৫. প্রেমিককে স্পর্শকাতর দেখতে চান : সবাই চান তার প্রেমিক প্রেমিকার সব বিষয়ে গুরুত্ব দিক। আপনার খেয়াল রাখবেন, দেখভাল করবেন, সুখে-দুঃখে পাশে থাকবেন। কিন্তু এসব বিষয়ে তার কাছ থেকে বিশেষ কোনো আচরণ আশা করা যৌক্তিক বিষয় নয়। আপনার সামান্যা দুঃখে যদি চান যে প্রেমিক কেঁদে-কেটে একাকার হয়ে যাবেন, তবে ভুল মনে করছেন। এমন চাওয়া আপনার অতিরিক্ত চাওয়ার নামান্তর।
৬. আপনাকে পাওয়া প্রেমিকের জন্যে ভাগ্যের বিষয় মনে করা : হয়তো আপনি স্মার্ট, সুন্দরী এবং সবকিছুই আছে আপনার। প্রেমিকও হয়তো আপনাকে পেয়ে দারুণ সুখী। আপনার জন্যে তার ভালোবাসার কমতি নেই। যদি ভেবে নেন যে আপনাকে পাওয়া প্রেমিকের জন্য ভাগ্যের বিষয় তবে কোথাও ভুল হচ্ছে। কখনো কি ভেবেছেন যে আপনি নিজেই অনেক ভাগ্যবতী? কারণ এমন একজন মানুষ পেয়েছেন যিনি সবসময় আপনার দেখাশোনা করছেন। যদি না করেন তবে আপনার চাওয়া মাত্রা ছাড়িয়ে গেছে।
৭. নতুন সম্পর্কের প্রতি আগ্রহী আপনি : বর্তমান প্রেমিককে নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আপনি হতাশাগ্রস্ত। আরো ভালো কাউকে পেতে নতুন কোনো সম্পর্কের কথা চিন্তা করছেন। এমন হলে বুঝতে হবে, আপনি অতিরিক্ত কিছু চাইছেন যা কখনো পূরণ হওয়ার নয়। সূত্র : ইন্টারনেট

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.