মাঝ আকাশে হঠাৎ হার্ট অ্যাটাক, মায়ানমারে জরুরি অবতরণ
মাঝ আকাশে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রৌঢ় যাত্রীর। বিমানের মধ্যেই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিমানটিকে মায়ানমারে অবতরণ করানো হয়। কিন্তু ওই যাত্রীকে বাঁচানো যায়নি।
গতকাল রবিবার ভারতীয় ইন্ডিগো সংস্থার ৬ই-৫৭ বিমান ব্যাঙ্কক থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তাঁর বয়স ৫৭ বছর। স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ বিমানটি ব্যাঙ্ককের মাটি ছাড়ে। ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানেই হৃদ্রোগে আক্রান্ত হন প্রৌঢ়। এর পর বিমানটি মায়ানমারে নামানো হয়। প্রায় ৫ ঘণ্টা পর মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমান আবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।
সূত্র: আনন্দবাজার