২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৪ হাজার ফিট উপরে মুক্তিযুদ্ধের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন শুভাশীষ ভৌমিক ও তার ৪র্থ শ্রেণিপড়ুয়া ছেলে ঋতুরাজ ভৌমিক। বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’র ঢাকা টু কক্সবাজারের একটি ফ্লাইট আকাশে উড়ছে, ঠিক তখনই বাবা-ছেলেকে গিটার বাজিয়ে গাইতে দেখা গেছে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল…’ গানটি।
ওই দিনে বাবা-ছেলের এই গানের সুন্দর মুহূর্তটি তাদের ‘বাপকা-বেটা’ নামের ফেসবুক পেজে ভিডিও পোস্টও করেছেন। এরপর থেকে নেটিজেনরা বাপ-বেটার গাওয়া গানটি বেশ প্রশংসা করেছেন। পাশাপাশি কমেন্ট বক্সে লিখেছেন তাদের জন্য প্রশংসার বাক্য।
ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা বাপ-বেটার কণ্ঠে দেশের গান শুনে মুগ্ধ হয়েছেন। তারা হাত তালি দিয়ে তাদের উৎসাহ প্রদান করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেশিরভাগ গানই ছিল মুক্তিযুদ্ধের উৎসাহ-উদ্দীপনা আর অনুপ্রেরণার সঙ্গী। এর মধ্যে বেশি জনপ্রিয় গান হচ্ছে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল’। গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুর করেছেন সমর দাস।
গানটির ভিডিও ভাইরাল প্রসঙ্গে শুভাশীষ ভৌমিক বলেন, আমার ঋতুরাজ ভৌমিক অস্ট্রেলিয়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুল ৪র্থ শ্রেণির ছাত্র। আমার ছেলে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাই আমি বাংলা সাহিত্য ও দেশের গান তার ভেতরে ধারণ করানোর চেষ্টা করছি। ছোট বেলা থেকে বাংলার সংস্পর্শে রাখার চেষ্টা করেছি, যেনো আমাদের স্বাধীনতা, আমাদের বাংলা ভাষার ইতিহাস ভুলে না যায়।
তিনি জানান, রক্ত লাল গানটি গাওয়ার পেছনে কারণ হচ্ছে, আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করছিলাম, সেই বিমানের পাইলট হঠাৎ আমাদের স্বাধীনতা দিবস নিয়ে একটি গান গাওয়ার জন্য বলেন। তখন এই গানটি করা। এরপর গানটি ফেসবুকে শেয়ার করার পর এতোটা প্রশংসা পাচ্ছি সবমিলিয়ে খুবই ভালো লাগছে।