বিব্রতকর পরিস্থিতির কারণে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট টয়লেটে সমস্যা থাকায় ফিরে আসতে বাধ্য হলো

মানুষ ফ্লাইটে সুবিধার জন্য ভ্রমণ করে। কিন্তু সবচেয়ে মৌলিক সুবিধার টয়লেট নিজেই ক্ষতিগ্রস্ত বা বন্ধ হলে কী হবে। অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও একই ঘটনা ঘটেছে। যাত্রা শুরুর প্রায় ২ ঘণ্টা পর বিমানের মধ্যে থাকা আটটি টয়লেটের মধ্যে পাঁচটি টয়লেট কাজ না করায় অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি বিমানকে ফিরে আসতে হয়েছে।এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশ, বোয়িং-৭৭৭ এর আট ঘণ্টার ফ্লাইটিতে প্রায় ৩০০ যাত্রী নিয়ে ভিয়েনা থেকে নিউইয়র্ক যাবার কথা ছিল।

এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে টয়লেটগুলোতে সঠিকভাবে ফ্লাশ করা যাচ্ছে না দেখে সদস্যরা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি বলেন, অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে এমন সমস্যা আগে ঘটেনি। বিমানের টয়লেটগুলোকে ইতিমধ্যে ঠিক করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য পরে অন্য আরেকটি ফ্লাইট ঠিক করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.