এয়ার ইন্ডিয়ার বিমানের ককপিটে বান্ধবীকে ডেকে নিয়ে পাইলটের খোশগল্প

অনেকেই বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের নিজের অফিস ঘুরিয়ে দেখান। কর্পোরেট ক্ষেত্রে এটি খুব স্বাভাবিক বিষয়। গলায় ভিজিটর কার্ড থাকলেই হল। কিন্তু তাই বলে সব কাজে তো আর এমনটা করা যায় না। বিশেষ করে যদি আপনার ‘অফিস’ হয় বিমানের ককপিট!

হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে ভারতে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক বিমানে বান্ধবীকে নিজের ককপিটে ডেকে নিয়ে খোশগল্পে মাতলেন পাইলট। কীভাবে বিমান উড়ছে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন সেই বান্ধবীকে।

গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটে এই ঘটনা। সেই সময় প্রায় এক ঘণ্টা ককপিটেই কাটান সেই বিশেষ বান্ধবী। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএর সুরক্ষা নীতি অনুযায়ী, এভাবে বাইরের কাউকে কখনই বিমানের ককপিটে প্রবেশ করতে দেওয়ার অনুমতি নেই। কেবিন ক্রু-দের মধ্যে একজন বিষয়টি মোটেও ভালো চোখে নেননি। তিনি ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেন।

শুধু ককপিটে নিয়ে গিয়ে বান্ধবীকে অ্যাপায়নই নয়। বিমানকর্মীর অভিযোগ, ক্রুদের সঙ্গে কথা বলে বিমানচালক নির্দেশ দেন, তার বন্ধুকে যেন বিজনেস ক্লাসের খাবার পরিবেশন করা হয়।

এয়ার ইন্ডিয়া এই ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন বিমান সংস্থাটির একজন কর্মকর্তা। গত ৩ মার্চ বিমানবালারা ডিজিসিএর কাছে এই অভিযোগ জমা দেন। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.