যাত্রীদের নিয়ে দিব্যি টেক অফ করেছিল বিমান। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই বিপত্তি। মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিনে পাখির ধাক্কা (Bird hits flight)! আর তাতেই আগুন ধরে গেল প্লেনে। বাধ্য হয়ে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল বিমানটিকে। জ্বলন্ত বিমানের সেই ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে স্তম্ভিত নেটিজেনরা।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) একটি বিমানে। বোয়িং ৭৩৭ বিমানটি কলম্বাস থেকে ফিনিক্সের উদ্দেশে রওনা হয়েছিল। সূত্রের খবর, নিরাপদে টেক অফ করে কিছুদূর যাওয়ার পরেই একটি পাখি ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে। সেই সংঘর্ষেই জ্বলে ওঠে বিমানটি। ইঞ্জিনের ডানদিক থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে, জ্বলতে থাকে আগুন। বাধ্য হয়ে ফের কলম্বাসের জন গ্লেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। বিমানের এক যাত্রী জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণ পরেই ভয়াবহ শব্দে চমকে ওঠেন সকলে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তখন পাইলট এসে জানান, উড়ন্ত একদল হাঁসের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের।
জানা গেছে, বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পর তাঁদের নিয়ে রওনা হয়ে যায় সেই বিমানটি।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই যান্ত্রিক গোলযোগের কারণে উত্তর ক্যারোলিনার শার্লট ডগলাস বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পরেই আগুন ধরে গিয়েছিল একটি বিমানে। সেই ঘটনাতেও কেউ আহত হননি।