যুদ্ধবিরতির মধ্যে খার্তুমে বিমান হামলা

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রাজধানী খার্তুমে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গতকাল রবিবার সেনাবাহিনী বলেছে, তারা সব দিক থেকে নগরীতে হামলা চালাচ্ছে। আধা সামরিক বাহিনীকে নির্মূল করতে ভারী বিমান এবং গোলা হামলা চালানো হচ্ছে।

দেশটিতে সর্বশেষ যুদ্ধবিরতি রবিবার রাতেই শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তা ভেস্তে গেল।

তিন সপ্তাহ ধরে চলা ক্ষমতার লড়াইয়ে ছিন্নভিন্ন হয়ে পড়ছে সুদান। রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও অন্যান্য পরিষেবা। রাজধানীতে আটকা পড়ে আছে লাখো মানুষ। ফুরিয়ে আসছে খাবার।

এই গোলযোগের মধ্যে বিশ্বের দেশগুলো সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। কমপক্ষে ৭৫ হাজার মানুষ প্রতিবেশী চাদ, মিসর, দক্ষিণ সুদান অথবা ইথিওপিয়ার মতো দেশগুলোতে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে।

এমন পরিস্থিতিতে মানবিক ত্রাণকাজ সহজ করতে দু’পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। মেয়াদ শেষের আগে গত শনিবার সন্ধ্যাতেই খার্তুমে প্রচণ্ড লড়াই শুরু হলে এ যুদ্ধবিরতি ভেস্তে যায়।

সূত্র : বিবিসি, আল জাজিরা

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.