মঙ্গলবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ত্রিদেশীয় সফর শেষে মঙ্গলবার (৯ মে) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে অবতরণ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি জানান, যুক্তরাজ্যের লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ঢাকার স্থানীয় সময় ৯টা ৩০ মিনিটে  শাহজালাল আন্তর্আতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীর অবতরণের কথা রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.