প্রদর্শনীর নাম ‘জলকন্যা’। জলরঙে ছবি আঁকেন, এমন একঝাঁক নারী শিল্পীর দলের নাম জলকন্যা। কর্মজীবন ও সংসার জীবনের ব্যস্ততার ফাঁকে তাঁরা ছবি আঁকেন। মা দিবস উপলক্ষে জলকন্যা আয়োজন করেছে ছয় দিনব্যাপী চিত্রপ্রদর্শনী।
গত রোববার সন্ধ্যা ছয়টায় শিল্পাঙ্গন গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও চিত্রশিল্পী জি এম খলিলুর রহমান। শিল্পীদের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে তাঁরা চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন। চিত্রপ্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক লিমিটেড।
প্রদর্শনীতে জলকন্যার ১৭ জন শিল্পীর ৩৭টি চিত্রকর্ম নিয়ে চলবে এ প্রদর্শনী। তবে কেবল জলরঙেই নয়, অ্যাক্রিলিকের বেশ কিছু কাজও রয়েছে প্রদর্শনীতে।
জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ বলেন, মা পেশাটা খুবই চ্যালেঞ্জিং, মা হিসেবে একজন নারী দৈনন্দিন জীবনের সব কাজের পাশাপাশি ছবি আঁকছেন, এটাই বড় সার্থকতা। নারীরা বর্তমানে মনের দিক থেকে খুবই শক্তিশালী। সন্তান লালনপালন, সন্তানের লেখাপড়া, সংসারের নানা কাজ করেও তাঁরা ছবি আঁকছেন, ছবি আঁকার পেশাকে ধরে রেখেছেন। আমরা যেমন মাকে ভালোবাসি, তেমনি আমরা দেশকেও ভালোবাসি। তাই আমাদের এবারের চিত্রপ্রদর্শনীর প্রতিপাদ্য ‘বাংলাদেশ’। এই আয়োজনের মাধ্যমে আমরা সব কর্মজীবী মায়েদের প্রতি সম্মান প্রদর্শন করছি।
বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত চিফ ডিজাইনার জি এম খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জলমাধ্যমে ছবি আঁকা অনেক কঠিন কাজ। সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান এবং নিজের একাগ্রতা নিয়ে কাজ করলে তবেই একজন ব্যক্তি চিত্রশিল্পী হয়ে উঠতে পারেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। মা দিবসকে উপলক্ষ করে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে যারা ছবি এঁকেছেন, তাঁদের প্রত্যেককে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, একজন ব্যক্তিকে চিত্রশিল্পী হয়ে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়। সব কাজের মাঝেও বাংলাদেশকে উপজীব্য করে ছবি এঁকে প্রদর্শনী করা অনেক কঠিন একটি কাজ। এ কাজে আপনারা সফল হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, মাহফুজা বিউটি, তন্দ্রা মুখার্জি, সঞ্চিতা সাহা, নাসরিন সুলতানা সিদ্দিকা, অনামিকা সূর, জ্যাকলিন রিয়া রোজারিও, ম্যারিয়েন অয়ত্রী গমেজ, নাজমুন নাহার রহমান, নাজিয়া হাসান, এলিনা চাকমা, ইউফ্রজি পুজা গমেজ, তেরেসা এশা গমেজ, মেবেল এমেন্ডা গমেজ, নুজহাত নাঈমা নাদিয়া এবং মোহনা রোজারিও।
প্রদর্শনীটি চলবে ১৯ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী ঘুরে আসা যাবে।