ইউক্রেনে আরও ৩২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে সামরিক সহযোগিতার একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, নতুন এই সামরিক সহযোগিতা প্যাকেজে ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ থাকবে। যা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর চলমান পাল্টা আক্রমণকে জোরদার করবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) এবং হাই-মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স), স্টিঞ্জার ও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এবং দুই ডজনের বেশি ব্র্যাডলি ও স্ট্রাইকার সাঁজোয়া যান থাকবে।

সম্প্রতি রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে ১ হাজার কিলোমিটার দীর্ঘ সম্মুখ রেখায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এটি তাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণের শুরু।

সর্বশেষ এই সহযোগিতার প্যাকেজের ফলে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ ৪০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনীয় জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.