লাদাখে নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করেছে ভারতীয় বিমানবাহিনী। ভূপৃষ্ঠ থেকে ১৩ হাজার সাতশ ফুট উচ্চতায় ওই বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, অল্প সময়ের মধ্যে ঘাঁটিটিকে পুরোপুরি কার্যকর করে তোলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ভারতের নতুন এই বিমানঘাঁটির নাম নয়োমা। এই নিয়ে লাদাখে তিনটি বিমান ঘাঁটি তৈরি করলো ভারতীয় বিমানবাহিনী।
কয়েক বছর ধরে লাদাখে উত্তেজনা বিরাজ করছে চীন ও ভারতের মধ্যে। এমন অবস্থায় দুই দেশই সীমান্তের কাছে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, নুতন বিমান ঘাঁটি ভারতীয় বিমানবাহিনীকে আরও শক্তিশালী করবে। ওই এলাকায় চীনের মোকাবেলা করতে আরও দ্রত পদক্ষেপ নিতে পারবে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে ভারতের নতুন বিমান ঘাঁটি নয়োমা ৫০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। এরই মধ্যে নতুন বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করেছে ভারতীয় বিমান বাহিনী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নয়োমা বিমান ঘাঁটি থেকে ইসরায়েলি হেরন ড্রোন ওড়ানো ও অবতরণের কাজ করছে ভারতীয় বিমান বাহিনী। এগুলো আগে শুধু নজরদারির জন্য ব্যবহার করা হত। বর্তমানে এই ড্রোনগুলোকে আপডেট করে হামলার উপযোগী করা হয়েছে।
এছাড়াও লাদাখের রাজধানী লেহতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। দৌলতবাগ গোল্ডিতেও রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু বিমান ঘাঁটি।লাদাখের নতুন এয়ারবেস চালুর পর সেখানে সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করে ভারতীয় বিমান বাহিনী।