ইউক্রেনকে ১৯টি এফ-সিক্সটিন যুদ্ধ বিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। স্থানীয় সময় রোববার (২০ই আগস্ট) ইউরোপের এই দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউক্রেনের সামরিক বাহিনীকে এফ-সিক্সটিন সরবরাহের বাস্তব প্রতিশ্রুতি পেলেন জেলেনস্কি। এর কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধবিমান ইউক্রেনে সরবরাহের অনুমোদন দিয়েছিল মার্কিন সরকার।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন বলেন, ইউক্রেনকে ১৯টি এফ-সিক্সটিন ফাইটার জেট দিচ্ছে ডেনমার্ক। আমাদের এই উদ্যোগের সাথে রয়েছে নেদারল্যান্ডস। আমরাই প্রথম ইউরোপীয় দেশ যারা পশ্চিমা যুদ্ধবিমান রণক্ষেত্রে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। পাইলট প্রশিক্ষণ শেষে আগামী বছর ৬টি বিমান পাঠানো হবে ইউক্রেনে। পরের দু’বছর আরও ১৩টি যুদ্ধবিমান পাবে দেশটি।