মেহেরপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের আধুনিক ভবন উদ্বোধন

ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আধুনিক সুবিধা সম্বলিত মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর শহরের উপকণ্ঠে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে গতকাল রোববার দুপুরে ৫ তলা ফাউন্ডেশন সম্বলিত ৩ তল এ ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির মেনন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ছারোয়ার হোসেন।

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রধানন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ই-পাসপোর্ট ও ই-গেইট ব্যবহারের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন পরিচালনায় সহযোগিতার লক্ষ্যে ৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মান করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.