চুয়াডাঙ্গা জেলার দর্শনা চেকপোস্টের টহল বিজিবি এক পাসপোর্ট যাত্রীর মলদ্বার থেকে ৬ টি স্বর্নেরবার (৭শ গ্রাম) উদ্ধার করেছে।
গতকাল বুধবার বিকাল ৩ টায় এগুলো উদ্ধার করা হয়। বিজিবি সন্ধায় এক প্রেসবিগপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায় ঐদিন বিকালে শরিয়তপুর জেলার মেহেরালি গ্রামের গোলাম মওলার ছেলে সোহাগ হাসান (২৪) দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার চেস্টা করে। তার গতিবিধি সন্দেহ হলে বিজিবি-দর্শনায় একটি এক্সরে রুমে নিয়ে তার দেহ চেকাপ করায়। পরে তার মলদ্বারে বিশেষ ব্যাবস্থায় ৬ টি স্বর্নেরবার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি জানান এ বিষয়ে চেকপোস্ট বিজিবির টহল কমান্ডার আঃ জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেছে,আসামিকে দর্শনা থানায় ও মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা।