ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ যাচ্ছে রাশিয়ার। সম্পর্ক খারাপ গেলেও এতদিন সরাসরি কোন সংঘাতে জড়ায়নি এই দুই দেশ। তবে এবার রাশিয়ার আকাশসীমায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। এই বিমানকে প্রতিহত করতে ফাইটার জেট পাঠিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার উত্তর এবং দক্ষিণ সীমান্তে রুশ আকাশসীমার বাল্টিক সাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২টি বি-১বি মার্কিন বোমারু বিমান ঢুকে পড়ে। অপরদিকে প্রায় একই সময়ে কৃষ্ণ সাগরে রুশ আকাশসীমার কাছে দেখা গিয়েছিল মার্কিন ‘হক’ ড্রোন।
এরপরই সেই বোমারু বিমানকে প্রতিহত করতে ওই সীমান্তে সুখোই-৩৭ নামক ফাইটার জেট পাঠায় রাশিয়া। রাশিয়া ফাইটার জেট যাওয়ার পর পরই সেখান থেকে চলে যায় মার্কিন বোমারু বিমান এবং ড্রোন। তবে গতকালের মার্কিন বিমান এবং ড্রোন আন্তর্জাতিক জলসীমার ওপর অবস্থান করছিল কি না, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
বেশ কিছুদিন ধরেই একাধিকবার রুশ আকাশসীমার খুব কাছে চলে যাচ্ছে মার্কিন বিমান। গত মার্চ মাসে একজন মার্কিন সেনা দাবি করে, কৃষ্ণ সাগর অঞ্চলে একটি মার্কিন ড্রোনের ওপর জ্বালানি ঢেলে দিয়েছিল রুশ বিমান। তারপর সচেতনভাবেই সেই ড্রোনটিকে ধাক্কা মেরেছিল রুশ বিমানটি। অতঃপর মার্কিন ড্রোনটি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপরেই মার্কিন ড্রোনটি অবস্থান করছিল।
