নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবনের উদ্বোধন

দেশের এক কোটি ১৬ লাখ নাগরিককে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে  দক্ষিণ-পশ্চিম এশিয়ায় মধ্যে প্রথম দেশ হিসেবে এই সেবা চালু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ ই নভেম্বর) বিকেলে নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে  স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। চার কোটি এক লাখ টাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসটি নির্মাণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে ২০২৮ সালে ডিজিটাল বাংলাদেশর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যকে বাস্তবে রুপ দিতে সরকার নাগরিকদের অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদান করে যাচ্ছে। এর সঙ্গে বিদেশি নাগরিকদের উন্নত ভিসা সেবা প্রদানের ব্যবস্থা করেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। পরে তিনি শহরের কানাইখালী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে যোগ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.