বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়ে যান।
‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেসে অনুষ্ঠিতব্য ‘প্যাসিফিক এয়ার চিফ্স সিম্পোজিয়াম ২০২৩’-এ যোগদান করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তিনি সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে “হিউম্যানিট্যারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)”-এর ওপর বক্তব্য প্রদান করবেন।
এ ছাড়াও অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে ১৯ নভেম্বর তিনি দেশে ফিরে আসবেন।