যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আজ রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়ে যান।

‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেসে অনুষ্ঠিতব্য  ‘প্যাসিফিক এয়ার চিফ্স সিম্পোজিয়াম ২০২৩’-এ যোগদান করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। তিনি সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে “হিউম্যানিট্যারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)”-এর ওপর বক্তব্য প্রদান করবেন।

এ ছাড়াও অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে ১৯ নভেম্বর তিনি দেশে ফিরে আসবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.