এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৬ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানা যায়, ২৬ নভেম্বর (রোববার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর ওই ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে। তখন সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।

চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় গত ২৭ আগস্ট। ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা নেওয়া হলেও সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.