যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চীনাভিত্তিক জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হলেও এবার সেই টিকটকেই অ্যাকাউন্ট খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ২৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে প্ল্যাটফর্মটিতে যাত্রা শুরু করেছেন তিনি। রবিবার এ খবর জানায় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখেই টিকটকে অ্যাকাউন্ট খুললেন মার্কিন এই প্রেসিডেন্ট।
টিকটকে বাইডেনের অ্যাকাউন্টে নির্বাচনি প্রচারাভিযান হিসেবে পোস্ট করা ভিডিওতে মার্কিন এ নেতা রাজনীতি থেকে শুরু করে এনএফএল চ্যাম্পিয়নশিপের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তার অ্যাকাউন্টের নাম @বাইডেনএইচকিউ ক্যাম্পেইন।
ভিডিওর শেষাংশে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, আগামী নির্বাচনে তিনি কাকে সমর্থন করবেন, নিজেকে নাকি ডোনাল্ড ট্রাম্পকে? জবাবে হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি মজা করছেন? অবশ্যই বাইডেন।
সাম্প্রতিক বছরগুলোতে টিকটকের তীব্র সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান আইনপ্রণেতাদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকেও একের পর এক আক্রমণের মুখে পড়েছে চীনা অ্যাপটি।
টিকটকের মালিক চীনা সংস্থা বাইটড্যান্সকে বেইজিংয়ের প্রোপাগান্ডা হাতিয়ার দাবি করে এর কঠোর সমালোচনা করেছে মার্কিন সরকার। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে বাইটড্যান্স।
নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে।