গাজায় নিহতের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত পাঁচ মাসে নিহতের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮৩ ফিলিস্তিনি।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) নিহতের এ খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার ৮০০। এছাড়া আহত হয়েছেন ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি।

 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

 

উল্লেখ্য, গত পাঁচ মাসে হামাসের হামলার পর ইসরায়েলি স্থল ও আকাশ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। তেল আবিবের এসব হামলায় প্রায় চিকিৎসা সেবাহীন হয়ে পড়েছে গাজার সেবাকেন্দ্রগুলো। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ ফিলিস্তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.