ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৪৮ জনের মৃত্যু

গাজায় ইসরায়েলি তিনটি বিমান হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়ে আরও অনেকে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার এক ঘণ্টারও কম সময়ের এ হামলা চালায়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিজার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় গাজার নুসিরাত এলাকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে, দক্ষিণ খান ইউনিসে ১৮ জন এবং উত্তর গাজার বেইট লাহিয়ায় পাঁচজন নিহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮ হাজার ৭১৩ জন নিহত এবং ৮৯ হাজার ১৬৬ জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জন এবং কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দী রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.