শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন বিমানবাহিনী প্রধানের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গতকাল বুধবার তিনি পরিদর্শনে গেলে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। পরে বিমানবন্দরে বিমানবাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

হাসান মাহমুদ খাঁন বলেন, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারির সঙ্গে পালন করে আসছে। যাত্রীদের আগমন ও প্রস্থানকালে বাড়তি নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে বিমানবাহিনীর নিরাপত্তা দল সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বিমানবন্দরে যাত্রীদের জন্য লাগেজ দ্রুত পাওয়ার সুবিধা, দুর্নীতি এবং চোরাচালান রোধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পদবির কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.