বাংলাদেশিদের জন্য মরিশাস ভ্রমণে বিশেষ সুযোগ নিয়ে এলো এমিরেটস হলিডে

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪: প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসে বাংলাদেশিদের ভ্রমণের অফুরন্ত সুযোগ নিয়ে এলো এমিরেটস হলিডেজ।

এমিরেটস হলিডেজের বাংলাদেশে একমাত্র অনুমোদিত এজেন্ট সায়মন হলিডেজ জানায়, বাংলাদেশিদের জন্য মরিশাসে ৪ রাত ৫ দিনের ভ্রমণ প্যাকেজ শুরু ১৭৯৮ ডলারে। এর মধ্যে থাকছে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা- মরিশাস- ঢাকা রিটার্ন টিকিট, ৪ রাত মরিশাসের স্বনামধন্য ৩ তারকা মনীষা ও সমমানের হোটেলে রাত্রিযাপন, ভিসা সহযোগিতা ও এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।

মরিশাস ভ্রমণ প্যাকেজ প্রসঙ্গে এমিরেটস হলিডেজের ম‍্যানেজার স্বর্ণা দাশ জানান, প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নজির রয়েছে পূর্ব আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রতে। বাংলাদেশিরা যাতে খুব সহজে মরিশাস ভ্রমণের সুযোগ পায় সে লক্ষ্যে এমিরেটস হলিডেজ বাংলাদেশে এ অফার নিয়ে এসেছে। ইতিমধ্যে ভালো সাড়াও পেয়েছি আমরা। আশা করি এই গন্তব্যটি বাংলাদেশি ভ্রমণ পিয়াসীদের জন্য জনপ্রিয় হয়ে উঠবে।

বিস্তারিত জানতে : এমিরেটস হলিডেজ, সায়মন সেন্টার, দ্বিতীয় তলা, বাড়ি -৪/এ, রোড -২২, গুলশান- ১, ঢাকা। হট লাইন:+৮৮০৯৬০৯০০৬২২২.+৮৮০৯৬০৯০০১১৩৬

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.