সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নের বাসিন্দা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা আনিস আকতার টিটু এবং একই ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিনের অনুসারীদের মধ্যে এনাম নাহার স্কুল মোড়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মঈনুল শুভ নামের এক কর্মী গুরুতর আহত হয়। আহত কর্মীকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায় আহত মঈনুল শুভ সাবেক ছাত্রদল কর্মী।দীর্ঘদিন প্রবাসে থাকলেও বিগত ৩ বছর দেশে অবস্থান করছেন। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। এবং সে উত্তর জেলা ছাত্রদল নেতা আনিস আকতার টিটুর সমর্থক। আহত শুভ জানান, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার উপর অতর্কিত হামলা করে আলাউদ্দিন ও তার সহযোগীরা। আহত শুভর তথ্যের ভিত্তিতে হামলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মোঃ আলী নামে একজনকে গ্রেফতার করে নৌবাহিনী।
এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এভিয়েশন নিউজকে বলেন, হামলার ঘটনা আমাদের নজরে আসার সাথে সাথে নৌবাহিনীর সাথে সমন্বয় করে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দায়িত্বরত নৌবাহিনী এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এনাম নাহার মোড়ে সংঘর্ষের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মোঃ ইয়াছিন আরাফাত বলেন, সন্দ্বীপের ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ কেন্দ্র এনাম নাহারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চাইনা ব্যবসায়ীরা।
হামলায় অভিযুক্ত আলাউদ্দীন গ্রুপের একাধিক কর্মী ও সমর্থক নাম প্রকাশ না করে দাবী করেছেন, আহত শুভ ছাত্রলীগের সক্রিয় সদস্য। এবং সে উত্তর জেলা ছাত্রলীগ নেতা ফয়সালের আপন শালা।
বর্তমানে এনাম নাহারে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।